ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ধামরাইয়ের একটি বিনোদন কেন্দ্রে পিকনিকে এসে শিক্ষার্থীদের মোবাইল হারানোকে কেন্দ্র করে পার্কের কর্মচারিদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিনোদন কেন্দ্রর কিছু স্থাপনায় ভাঙচুর চালায়। অপর দিকে পার্কের কর্মচারিরা শিক্ষার্থীদের বহনকারী বাস ভাঙচুর করে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ধামরাই থানা পুলিশ।
বুধবার বিকেলে ধামরাইয়ের আলাদীন পার্কে এই হাতাহতির ঘটনা ঘটে। এর আগে সকালে মিরপুরের বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পিকনিক করতে আসেন বিনোদন কেন্দ্রটিতে।
ধামরাই থানা পুলিশ জানায়, বেড়াতে আসা শিক্ষার্থীরা বিনোদন কেন্দ্রটির লকারে তাদের মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র রেখে সুইমিংপুলে নামেন। পরে কয়েকজন শিক্ষার্থী লকার থেকে মোবাইল হারানোর অভিযোগ তুলেন। এ নিয়ে বিনোদন কেন্দ্রর কর্তৃপক্ষের সাথে শিক্ষার্থীদের বাগবিতন্ডা ঘটে। এক পর্যায় হাতাহাতিতে জড়ায় উভয় পক্ষ।
এতে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।