জুমবাংলা ডেস্ক : ফেনীতে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়ার সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ১০ জন ছাত্র ও ১৫ জন ছাত্রী। রবিবার (২৯ মে) দুপুর ১২টার দিকে বিজয়সিং দিঘীর পড় পুলিশের স্পেশাল টিম তাদের আটক করেন। আটককৃতদের মধ্যে ১০ জন ছাত্র ও ১৫ জন ছাত্রী।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিপাল বিজয় সিংহ দিঘীর পাড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ ছাত্রী-ছাত্রীকে আটক করা হয়। যদিও অভিভাবকদের খবর দিয়ে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, স্কুল-কলেজে ক্লাস না করে পার্কে ঘুরতে যান শিক্ষার্থীরা। অনেক সময় নোংরামিতেও জড়িয়ে পড়েন। মা-বাবারা সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে নিশ্চিন্তে থাকেন। কিন্তু স্কুল-কলেজে না গিয়ে তারা ভিন্ন স্থানে সময় কাটান। এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের আরও অধিক সচেতন হওয়া উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।