জুমবাংলা ডেস্ক : বরিশাল নগরীর একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির তিন ছাত্রীকে কঠিন শাস্তি হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে। ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে টিকটক ভিডিও তৈরি করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে তাদের নাম-ঠিকানা প্রকাশ করেনি স্কুল কর্তৃপক্ষ।
আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান।
তিনি জানান, নবম শ্রেণির ওই তিনছাত্রী স্কুলড্রেস পরা অবস্থায় ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের নিয়ে নৌকায় ঘুরে বেড়াতো। টিকটকে ব্যস্ত থাকতো। আমরা তাদের ক্লাস ফাঁকি দেওয়া এবং ঘুরে বেড়ানোর ভিডিও পাই। সেগুলো তাদের অভিভাবকদের ডেকে তাদের সামনে উত্থাপন করি এবং ছাড়পত্র দেওয়া হয়।
ক্ষতিকর ৪০টি অ্যাপ চুরি করছে ব্যাংকের পাসওয়ার্ডসহ মূল্যবান সব এক্সেস
এই শিক্ষক বলেন, আমাদের কঠোর হতে হয়েছে কারণ তাদের নিয়ম মেনে না চলার প্রভাব হয়তো বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের ওপর পড়তে পারে। তখন বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা লঙ্ঘিত হবে। কারণ তারা ঘুরে বেড়াচ্ছে, ভিডিও বানাচ্ছে। এসব অন্য শিক্ষার্থীরা দেখলে তারাও চাইবে ক্লাস ফাঁকি দিয়ে এমন কাজ করতে। এজন্য এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।ও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।