স্পোর্টস ডেস্ক : নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সোমবার (১১ মার্চ) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে পা রাখে লাল সবুজের প্রতিনিধিরা।
এর আগে রোবাবার নেপালে অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
এদিন নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল। ম্যাচ শুরুর চতুর্থ মিনিটে আনুশকা কুমারীর গোলে পিছিয়ে পড়ার পর ৭০তম মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান মরিয়ম বিনতে হান্না। এরপর টাইব্রেকারে দারুণ গোলকিপিং নৈপুণ্যে দলকে শিরোপা জেতান গোলরক্ষক ইয়ারজান বেগম।
শুধু ফাইনালেই নয়, পুরো আসর জুড়ে দারুণ পারফরম্যান্স করে আসরসেরা গোলরক্ষক নির্বাচিত হন ইয়ারজান। আর আসরে সর্বোচ্চ ৫ গোল করে মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জেতেন বাংলাদেশের সৌরবী আকন্দ প্রীতি।
এদিকে দেশে ফেরার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সুখবর পেয়েছে সাফজয়ীরা । সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বিজ্ঞানীদের বিশেষ গবেষণায় অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে সাফজয়ী কন্যাদের পুরস্কার দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
ঘোষণায় তিনি বলেন, ‘লেখাপড়া, খেলাধুলা সবদিক থেকে আমরা এগিয়ে আছি। ১৬ এর নিচে যারা তারা তো ভারতকে ৩-২ গোলে হারিয়েছে, চ্যাম্পিয়ন। তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমি তাদের ডাকব, তাদের ডেকে প্রাইজমানি দেব এবং উৎসাহিত করব।’
অন্যদিকে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) অনূর্ধ্ব-১৬ নারী দলকে সংবর্ধনা দেয়ার ঘোষণা দিয়েছে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।