দুর্দান্ত ফিচারের সঙ্গে কিলার লুক নিয়ে লঞ্চ হলো CMF Phone 1 স্মার্টফোন, রইল দাম এবং স্পেসিফিকেশন

CMF Phone 1

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নাথিংয়ের সাব ব্র্যান্ড CMF ভারতে তাদের প্রথম স্মার্টফোন CMF Phone 1 লঞ্চ করেছে। এই ফোনটি ইউনিক ডিজাইন সহ পেশ করা হয়েছে। এর সাহায্যে ইউজাররা নিজেই ব্যাক কভার পাল্টাতে পারবেন এবং ব্যাক প্যানেলের প্যাঁচ এটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

CMF Phone 1

লুকের পাশাপাশি এই ফোনের স্পেসিফিকেশনও বেশ সুন্দর। এই ফোনে 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে, ডায়মেনসিটি 7300 চিপসেট, virtual RAM সহ 16GB পর্যন্ত RAM, 50 মেগাপিক্সেল ক্যামেরার মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

CMF Phone 1 ফোনের দাম এবং সেল

CMF Phone 1 ফোনটি ভারতে দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনে 6GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
এই ফোনের বেস মডেল 15,999 টাকা দামে পেশ করা হয়েছে এবং টপ মডেলের দাম রাখা হয়েছে 17,999 টাকা।

এই ফোনের দামে কোম্পানি অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং ওয়ান কার্ড ইউজারদের 1000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া কথা ঘোষণা করেছে।

CMF এর এই নতুন ইউনিক স্মার্টফোন আগামী 12 জুলাই থেকে শপিং সাইট ফ্লিপকার্ট এবং কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হবে।
CMF Phone 1 ফোনের ডিজাইন

এই ফোনে ইউজারদের পরিবর্তনশীল ব্যাক কভার দেওয়া হবে। ইউজাররা তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো রঙের কভার ব্যাবহার করতে পারবেন। ফোনটির সঙ্গে স্ক্রু খোলার জন্য টুলও দেওয়া হবে। এর সাহায্যেই অ্যাক্সেসরিজ খোলা এবং জোড়া যাবে। কোম্পানি ফোল্ড আউট স্ট্যান্ড, কার্ড ফোল্ডার এবং অন্যান্য অংশ জোড়ার সবিধা দিচ্ছে। CMF Phone 1 ফোনটি ব্ল্যাক, লাইট গ্রীন, ব্লু এবং অরেঞ্জ কালারে পেশ করা হয়েছে। এর মধ্যে ব্ল্যাক ও লাইট গ্রীন মডেলে সূক্ষ্ম ডিজাইন রয়েছে এবং ব্লু ও অরেঞ্জ কালার মডেলে ভেগান লেদার ফিনিশ রয়েছে।

CMF Phone 1 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: CMF Phone 1 ফোনে 6.67 ইঞ্চির Super AMOLED LTPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন, 395 PPI পিক্সেল ডেনসিটি, 2000 নিট ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।

প্রসেসর: CMF Phone 1 ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHZ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: CMF Phone 1 ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 2TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য CMF Phone 1 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং এবং 5 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Nothing OS 2.6 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 2 বছর ওএস আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

১২ ক্যাটাগরিতে বাংলাদেশি নেবে ওমান : কর্মসংস্থান প্রতিমন্ত্রী

অন্যান্য: CMF Phone 1 ফোনে ডুয়েল সিম 5G, 4G, 13 5G ব্যান্ড, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP52 রেটিং, ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।