লাইফস্টাইল ডেস্ক : বাড়িতে ছারপোকা, তেলাপোকার উপদ্রব? মাত্র ৫ মিনিটে পালাবে ছারপোকা, তেলাপোকা! জেনে নিন ঘরোয়া পদ্ধতি: বাড়িতে ছারপোকা, তেলাপোকার উপদ্রব? বলা বাহুল জীবন অতিষ্ট! ছারপোকাকে রক্তচোষাও বলা হয় কারণ এই পোকা মানুষের অগোচরে রক্ত চুষে নেয়। বিছানা, বালিশ, মশারি, সোফা এদের পছন্দের আবাসস্থল।
পুরোপুরি নিশাচর না হলেও ছারপোকা সাধারণত রাতেই বেশি সক্রিয় থাকে। ততোটাই বিরক্তিকর তেলাপোকা। থাকে সাধারণত রান্নাঘরে। এটি স্বাস্থ্যের জন্যও খুব ক্ষতিকর।
তবে টেনশন করবেন না! রইল ৫টি পরীক্ষিত উপায়, যাতে মাত্র ৫ মিনিটের মধ্যে আপনার বাড়ি থেকে ছারপোকা, তেলাপোকা দূর হবে– বাড়িতে ছারপোকা, তেলাপোকার উপদ্রব? বলা বাহুল জীবন অতিষ্ট! ছারপোকাকে রক্তচোষাও বলা হয় কারণ এই পোকা মানুষের অগোচরে রক্ত চুষে নেয়।
বিছানা, বালিশ, মশারি, সোফা এদের পছন্দের আবাসস্থল। পুরোপুরি নিশাচর না হলেও ছারপোকা সাধারণত রাতেই বেশি সক্রিয় থাকে। ততোটাই বিরক্তিকর তেলাপোকা। থাকে সাধারণত রান্নাঘরে। এটি স্বাস্থ্যের জন্যও খুব ক্ষতিকর। তবে টেনশন করবেন না! রইল ৫টি পরীক্ষিত উপায়, যাতে মাত্র ৫ মিনিটের মধ্যে আপনার বাড়ি থেকে ছারপোকা, তেলাপোকা দূর হবে–
২৫০ গ্রাম জলে ৪ চা-চামচ স্যাভলন বা ডেটল মিশিয়ে নিন। জল কম নিলে স্যাভলন-ও কম নেবেন। এবার ডেটল বা স্যালন মেশানো জল একটি স্প্রে বোতলে ভরে যেখানে যেখানে ছারপোকা-তেলাপোকার উপদ্রব রয়েছে যেমন খাট-সোফা-বালিশ-তোষক, রান্নাঘরের তাক সেখানে স্পরে করে দিন। ৫ মিনিটের মধ্যে তেলাপোকা বা ছারপোকা মরে যাবে বা চলে যাবে, আর কখনও আসবে না। টানা এক সপ্তাহ রোজ স্প্রে করুন। দেখবেন বাড়ি ছারপোকা, তেলাপোকা মুক্ত হয়ে গিয়েছে।
২৫০ গ্রাম জলে ৪ চা-চামচ স্যাভলন বা ডেটল মিশিয়ে নিন। জল কম নিলে স্যাভলন-ও কম নেবেন। এবার ডেটল বা স্যালন মেশানো জল একটি স্প্রে বোতলে ভরে যেখানে যেখানে ছারপোকা-তেলাপোকার উপদ্রব রয়েছে যেমন খাট-সোফা-বালিশ-তোষক, রান্নাঘরের তাক সেখানে স্পরে করে দিন। ৫ মিনিটের মধ্যে তেলাপোকা বা ছারপোকা মরে যাবে বা চলে যাবে, আর কখনও আসবে না। টানা এক সপ্তাহ রোজ স্প্রে করুন। দেখবেন বাড়ি ছারপোকা, তেলাপোকা মুক্ত হয়ে গিয়েছে।
গোল গোল করে শশা কেটে নিন। খোসা-সহ কাটবেন। এবার শশাগুলো মিক্সিতে ব্লেন্ড করে নিন। হবে। একটা শশার মধ্যে ৩ টেবিল চামচ জল মিশিয়ে ব্লেন্ড করুন। এবার একটি ব্রাশে শশার মিশ্রণ লাগিয়ে যেখানে যেখানে ছারপোকা, তেলাপোকার উপদ্রব বেশি সেখানে লাগিয়ে দিন। ৫ মিনিটের মধ্যে ছারপোকা, তেলাপোকা দূর হবে।
গোল গোল করে শশা কেটে নিন। খোসা-সহ কাটবেন। এবার শশাগুলো মিক্সিতে ব্লেন্ড করে নিন। হবে। একটা শশার মধ্যে ৩ টেবিল চামচ জল মিশিয়ে ব্লেন্ড করুন। এবার একটি ব্রাশে শশার মিশ্রণ লাগিয়ে যেখানে যেখানে ছারপোকা, তেলাপোকার উপদ্রব বেশি সেখানে লাগিয়ে দিন। ৫ মিনিটের মধ্যে ছারপোকা, তেলাপোকা দূর হবে।
ছারপোকা তাড়াতে ন্যাপথলিন খুবই কার্যকারী। মাসে দু’বার ন্যাপথলিন গুঁড়ো করে সেই সমস্ত যায়গায় ছিটিয়ে দিন যেখানে ছারপোকার উপদ্রব বেশি। ছারপোকা তাড়াতে ন্যাপথলিন খুবই কার্যকারী। মাসে দু’বার ন্যাপথলিন গুঁড়ো করে সেই সমস্ত যায়গায় ছিটিয়ে দিন যেখানে ছারপোকার উপদ্রব বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।