আন্তর্জাতিক ডেস্ক : ছাদে বসে বন্ধুর সঙ্গে কফি খাচ্ছিলেন ফরাসি এক নারী। বন্ধুর সঙ্গে খোশগল্পে মেতেছিলেন তিনি। হঠাৎ করেই পাঁজরে শক্ত বস্তুর আঘাতে ব্যাঘাত ঘটে তাদের আড্ডার। চমকে উঠে পেছনে ফিরে একটি নুড়ি দেখতে পান তিনি।
গত ৬ জুলাই ফ্রান্সে এই রহস্যময় ঘটনাটি ঘটে। তবে এখন পর্যন্ত সেই নারীর পরিচয় জানা যায়নি। সোমবার (১৭ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
দেশটির স্থানীয় একটি সংবাদপত্রকে ওই নারী বলেন, ‘আমি পাশের বাড়ির ছাদ থেকে প্রচণ্ড জোরে ‘‘পুম’’ শব্দ শুনতে পাই। এর কয়েক সেকেন্ডের মধ্যেই আমি পাঁজরে একটি আঘাত অনুভব করি। আমি প্রথমে ভেবেছিলাম যে এটি বাদুড় অথবা কোনো জন্তু হবে। কিন্তু পেছন ফিরে একটি নুড়ি দেখতে পাই; যার কোনো রং ছিল না। প্রথমে আমি এটিকে সিমেন্টের টুকরো ভেবেছিলাম।’
বস্তুটি আসলে কি ছিল, তা জানার জন্য ওই নারী প্রথমে স্থানীয় একজন ছাদমিস্ত্রিকে নুড়িটি দেখান। ওই ব্যক্তি তাকে জানান, নুড়িটি সিমেন্টের তৈরি নয়; তবে এটি দেখতে উল্কাপিণ্ডের মতো। এরপর তিনি এই রহস্যময় বস্তুটি ভূতত্ত্ববিদ থিয়েরি রেবম্যানকে দেখান। তিনি তাকে নুড়িটি মহাজাগতিক বস্তু বলে নিশ্চিত করেন।
থিয়েরি রেবম্যান বিবৃতি দিয়েছেন যে নুড়িটি লোহা ও সিলিকনের মিশ্রণে তৈরি। এটি উল্কাপিণ্ডের ভেতরের একটি অংশ। বিবৃতিতে তিনি বলেন, ‘উল্কাপিণ্ড পাওয়া একটি বিরল ঘটনা। তবে এই পিণ্ডটি সরাসরি তোমার (ওই নারীর) গায়ে আঘাত করেছে–এটা জ্যোতির্বিজ্ঞানে বিরল একটি ঘটনা।’
ড. রেবম্যান আরও বলেন, ‘আমাদের দেশের মতো নাতিশীতোষ্ণ আবহাওয়ায় উল্কাপিণ্ড পাওয়া খুবই বিরল। তবে মরুভূমির মতো উষ্ণ এলাকায় সহজেই পাওয়া যায়।’
এর আগে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের হোপওয়েল শহরের একটি বাড়ির ছাদ ফুটো করে ২.২ পাউন্ডের একটি ধাতববস্তু ঢুকে যায়। মার্কিন বিশেষজ্ঞরা ওই ধাতববস্তুটিকে উল্কাপিণ্ড বলে নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।