জুমবাংলা ডেস্ক : মাঘের শুরুতে তাপমাত্রার পারদ কিছুটা বেড়েছে। সেই সঙ্গে গগণ চিরে গত দু’দিনে সূর্য উঁকি দেয়ায় কমেছে শীতের অনুভূতি। তবে চলতি জানুয়ারিতে কয়েক ধাপে শৈত্যপ্রবাহ যে হানা দেবে, সেকথা আগেই জানিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে পৌষ বিদায় নিলেও দেশে এখনো তীব্র শীত পড়েনি। যদিও অধিকাংশ জায়গায় তাপমাত্রা ১৩-১৭ ডিগ্রির ঘরে রয়েছে।
তবে আগামী শনিবারের পর (১৮ জানুয়ারি) তাপমাত্রা ধারাবাহিকভাবে কমে আসতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে হানা দিতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই আবহাওয়াবিদ জানান, আগামী শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তবে একবারে খুব বেশি কমার সম্ভাবনা নেই। এছাড়া দেশের উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ বিস্তারলাভ করবে কিনা, সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগামী শুক্র বা শনিবারের পর এ বিষয়ে স্পষ্টভাবে বলা যাবে।
Vivo X200 Mini: 200MP ক্যামেরা ও 6000mAh ব্যাটারির দুর্দান্ত স্মার্টফোন
এদিকে আগামী তিন দিন সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে ৭২ ঘণ্টার আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।