জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচংয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়কারী মহিলা ও এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারীরা হলো শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের জুগুর আলীর মেয়ে আলেমা আক্তার(২৫) ও তার সহকারী একই ঠিকানার সাগর আলীর ছেলে রাকিব মিয়া(১৯)। পরে তাদের প্রত্যেককে ৭দিনের কারাদণ্ড প্রদান করে জেলা হাজতে প্রেরণ করা হয়।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বানিয়াচং উপজেলা সদরের ব্যবসায়ীদের নিকট থেকে অর্থ আদায় করছিলো তারা। বিষয়টি সাধারণ ব্যবসায়ীরা বুঝতে পেরে অভিযুক্তদেরকে আটক করেন।
জানা যায়, অভিযুক্তরা ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ব্যবসায়ীদের নিকট থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছিল। তারা কখনো নিজেকে সাংবাদিক আবার কখনো মানবাধিকারের কর্মকর্তা পরিচয় দিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ীর নিকট থেকে অর্থ আদায় করেছে। বিষয়টি অন্যান্য ব্যবসায়ী ও জনতার সন্দেহ হলে তাদেরকে আটক করে রাখেন।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম তাদেরকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলা হাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।