জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীতে ইজিবাইকের মোটরে গলার ওড়না পেঁচিয়ে মোহনা আক্তার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। মোহনা পটুয়াখালী শহরের সিমুলবাগ এলাকার রাসেল মুন্সির মেয়ে। এ বছর একটি বেসরকারি কলেজ থেকে মোহনা এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।
নিহত মোহনার বান্ধবী চাদনী আক্তার জানান, তারা তিন বান্ধবী মুসলিম পাড়া থেকে প্রাইভেট পরে শহরের চৌরাস্তায় যাচ্ছিলেন। পথিমধ্যে ইজিবাইকের মোটরের সাথে মোহনার ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগে।
এসময় দ্রুত তারা ওড়না খুলে ফেললেও মোহনা অসুস্থ হয়ে পরে। সেখান থেকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোহনাকে মৃত্যু ঘোষণা করেন।
নেত্রকোণায় কাঁচা ঘাস খেয়ে ২৪ গরুর মৃত্যু, ৪০ লাখ টাকার ক্ষতি
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা সামিমা নাসরিন জানান, কলেজ ছাত্রী মোহনাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর পরই হাসপাতালে উপস্থিত পুলিশ সদস্যরা নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এতে মোহনার গলায় ওড়না পেচিয়ে যাওয়ায় দাঁগ পাওয়া গেছে বলে জানান পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক হিরন মোল্লা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।