কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে আবারও চুরির ঘটনা ঘটেছে। হলের ৪২৩ নম্বর কক্ষ থেকে শিক্ষার্থীদের দুটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন এবং নগদ টাকাসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে এ চুরির ঘটনা ঘটে।
হলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাল পাঞ্জাবি ও মাস্ক পরা এক ব্যক্তি সকাল সাড়ে আটটার দিকে হলে প্রবেশ করে। প্রবেশের পর সরাসরি চারতলায় উঠে ৪২৩ নম্বর কক্ষে ঢুকে দুটি ল্যাপটপ, দুটি মোবাইল এবং নগদ টাকাসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কুমিল্লা দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
জানা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের আবাসিক শিক্ষার্থী আদনান সাইফের একটি ল্যাপটপ ও নগদ টাকা, একই বর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী নূরে আলমের একটি মোবাইল ও একটি ল্যাপটপ এবং বাংলা বিভাগের নাজমুল হোসেনের একটি মোবাইল চুরি হয়েছে।
এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মাহমুদুল হাসান খান বলেন, “আমাদের নিরাপত্তা শাখার মাধ্যমে ইতোমধ্যেই জিডি করা হয়েছে। এখন থেকে হলের পেছনের গেট রাত ১০টা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ রাখা হবে। এছাড়াও এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য আরও কী কী কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আমরা চিন্তা করছি।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “আমরা নিরাপত্তা শাখাকে জিডি করার জন্য বলেছি।”
শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, “এর দায়ভার কে নেবে? হলের প্রভোস্টসহ আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলব। ক্ষতিপূরণ দেওয়া হবে কি-না, সেটি হল প্রভোস্ট দেখবেন।”
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৮ মার্চ এই হলের ৪২৫ নম্বর কক্ষ থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল চুরি হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।