জুমবাংলা ডেস্ক : ‘বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে অনুপস্থিত থাকলে প্রতিদিন ৫০ টাকা জরিমানা, স্কুল পালালে ১০০ টাকা জরিমানা এবং পরপর তিন দিন অনুপস্থিত থাকলে ওই শিক্ষার্থীকে কারণ দর্শানো ছাড়াই স্কুল থেকে বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হবে।’
বৃহস্পতিবার (৪ জুলাই) ফেনী গিরিশ-অক্ষয় একাডেমির প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেওয়া হয়েছে। যা নিয়ে অভিভাবক ও সচেতন মহলে শুরু হয়েছে নানা আলোচনা।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে জরিমানা আদায়ের কোনো বিধান নেই। এছাড়া ফেনীর অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানেও এভাবে জরিমানা আদায় করা হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, স্কুল থেকে আমার বাসা কিছুটা দূরে হওয়ায় মেয়েকে নিয়মিত ক্লাসে পাঠানো সম্ভব হয় না। তবে অনুপস্থিতির জন্য কর্তৃপক্ষ কঠোর হবে এটি ইতিবাচক। তাই বলে এমন সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। এতে কোমলমতি শিক্ষার্থীদের ওপর আরও মানসিক প্রভাব পড়বে। কর্তৃপক্ষ কেন এমন উদ্ভট সিদ্ধান্ত নিয়েছে জানি না।
এ ব্যাপারে জানতে চাইলে ফেনী গিরিশ-অক্ষয় একাডেমির প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, শতভাগ উপস্থিতি, ভালো ফলাফল নিশ্চিত ও শৃঙ্খলা রক্ষার্থেই প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এ নিয়ম চালু করা হয়েছে। প্রতিষ্ঠানকে না জানিয়ে কোনো শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকলে জরিমানা আদায় করা হবে। পরপর তিন দিন অনুপস্থিত থাকলে ওই শিক্ষার্থীকে কোনো কারণ দর্শানো ছাড়াই ছাড়পত্র প্রদান করা হবে। এ ছাড়া কোনো শিক্ষার্থী অসুস্থতা বা যৌক্তিক কারণেও যদি ক্লাসে অনুপস্থিত থাকে তাহলে পরবর্তী উপস্থিতির দিনে ছুটি মঞ্জুর করে নিতে হবে।
শিক্ষার্থীদের অনুপস্থিতির ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্তের কোনো বিধান আছে কিনা জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, শৃঙ্খলা রক্ষার্থে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ এ ধরনের সিদ্ধান্ত নিতে পারবে। এটি বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই কার্যকর করা হয়েছে।
ফেনী জেলা শিক্ষা কর্মকর্তা শফী উল্লাহ বলেন, ক্লাসে অনুপস্থিতির কারণে শিক্ষার্থীর কাছ থেকে জরিমানা আদায় বা ছাড়পত্র দেওয়ার কোনো বিধান নেই। ক্ষেত্র বিশেষ শৃঙ্খলা রক্ষার্থে হয়তো জরিমানা আদায় করতে পারে। তবে এভাবে বিজ্ঞপ্তি দিয়ে এমন কিছু করার সুযোগ নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।