লালমনিরহাটের পূজামণ্ডপে আর্জেন্টিনার কনস্যুলার

আর্জেন্টিনার কনস্যুলার

জুমবাংলা ডেস্ক : লালমনিরহাট শহরের সাপটানা দেববাড়ী পূজামণ্ডপ পরিদর্শনে এসে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেবির বোধনের শুভ সূচনা করলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অনরারী কনস্যুল লিঁয়েনদ্রো গাবার্দি।

আর্জেন্টিনার কনস্যুলার

শুক্রবার (২০ অক্টোবর) তিনি সাপটানা দেববাড়ী পূজামণ্ডপ পরিদর্শনে আসেন। রাত সাড়ে আটটায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেবির বোধনের শুভ সূচনা করেন।

পরে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অনরারি কনস্যুলার বাংলাদেশের সাধারণ মানুষের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

লিঁয়েনদ্রো গাবার্দি বলেন, বাংলাদেশে এসে এমন উৎসবে অংশগ্রহণ এবারই প্রথম। আমি অনেক খুশি, দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করতে পেরে। বাংলাদেশের মানুষের কাছে এই উৎসব প্রাণের উৎসব। সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি।

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৩ জেলের দণ্ড

দেববাড়ি পূজামণ্ডপের সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রী হীরালাল রায় প্রমুখ।