বিনোদন ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে অদ্ভুতভাবে আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। কোনো বল না খেলেই বিদায় নিতে হয়েছে শ্রীলঙ্কার অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে।
প্লেয়িং কন্ডিশনের ৪০.১.১ ধারা অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার ২ মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে বোলারের বল মোকাবেলা হওয়ার জন্য প্রস্তুত হতে হবে অথবা অন্য প্রান্তে থাকলে অন্য ব্যাটারকে এই সময়ের মধ্যে বল মোকাবেলার জন্য প্রস্তুত হতে হবে।
তা পারেননি দেখেই আপিল করেছিলেন অধিনায়ক সাকিব। আম্পায়ার সাড়া দিতেই হতবাক হয়ে যান ম্যাথুজ। সাকিবের দিকে এগিয়ে তাকে কিছু বলতে দেখা যায়। কিন্তু সাকিবের মুচকি হাসিতে বোঝা যায়, তিনি নিজের অবস্থানে অনড়।
এরকম অদ্ভুত আউটের পর ক্ষোভে ফুসতে ফুসতে মাঠ ছাড়ার সময় হাতের হেলমেট আছড়ে ফেলতে দেখা যায় অভিজ্ঞ এই লঙ্কানকে। ম্যাথিউসের এই আউটে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে সমালোচনা করলেও মীরাক্কেলের কমর উদ্দিন আরমান ও অভিনেত্রী নুসরাত জাহান জেরি সাকিবের পক্ষই নিলেন।
জেরি নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, এই ম্যাচ আগামী তে চ্যাম্পিয়নস কাপের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের, আপনাদের কি মনে হয় সাকিব আল হাসানের চ্যারিটি করা দরকার ছিল? মানে ভাবটা দেখেন এদের। নিয়ম মেনে আপিল করছে তাতেও ন্যাকামো!
মীরাক্কেলের কমর উদ্দিন আরমান লিখেছেন, ক্রিকেটে যে সব আইনে আউট ঘোষণা করা হয়েছে তা সবার জন্য প্রযোজ্য। সাকিব আপিল করে আউট করেছে সেটা খুব ভাল ক্যাপ্টেন্সি। এটা খেলা, এখানে হুদাই স্পোর্টসম্যানশিপ নিয়ে লাফালাফি করে লাভ নেই। আমরা এতটা ধনী নয় যে চোখের সামনে বৈধ আউট ছেড়ে দিবো।
ম্যাথিউস আইন না জেনে খেলছে আবার মেজাজ দেখাচ্ছে এটার জন্য শাস্তি হওয়া উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।