স্পোর্টস ডেস্ক : গত বছরের জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে দেখা গিয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। নেইমার-মেসির সে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছিল আলবিসেলেস্তেরা। এক বছর পর আবার সম্ভাবনা জেগেছে কনমেবল অঞ্চলের শ্রেষ্ঠ প্রতিযোগিতাটির ফাইনালে দুই পরাশক্তির মুখোমুখি হওয়ার। তবে এবারের মহারণে লড়াইটা হবে মেয়েদের মধ্যে।
চলমান কোপা আমেরিকা ফেমেনিনায় গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপ পর্বে চার ম্যাচের সব কয়টিতে জয় তুলে নিয়েছে সেলেসাওরা। একই গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে থেকে সেরা চারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তাদের একমাত্র হারটি ব্রাজিলের বিপক্ষেই।
আগামী ২৬ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় সেমিফাইনাল কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। পরের দিন ফাইনালে ওঠার লড়াইয়ে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। কলম্বিয়াকে আলবিসেলেস্তেরা আর প্যারাগুয়েকে সেলেসাওরা হারাত পারলে, তারা পৌঁছে যাবে টুর্নামেন্টের ফাইনালে। আর সেটা হয়ে ছেলেদের পরে মেয়েদের কোপা আমেরিকার ফাইনালেও ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ দেখবে বিশ্ব।
সেমিফাইনালে সহজ প্রতিপক্ষই পেয়েছে ব্রাজিলের মেয়েরা। তাই তাদের ফাইনাল খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাছাড়া মেয়েদের ফুটবলে কনমেবল অঞ্চলে সবচেয়ে শক্তিশালী দল ব্রাজিল। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান নবম। অন্যদিকে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ের অবস্থান পঞ্চাশে। এখন পর্যন্ত দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে দু’বার। যেখানে আধিপত্য করে শতভাগ জয়ের রেকর্ড ব্রাজিলের।
তাছাড়া চলতি আসরেও দুর্দান্ত ছিল সেলেসাওরা। গ্রুপ পর্বের সবকটি ম্যাচে ছিল তাদের আধিপত্য। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর, দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে। তৃতীয় ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৪-০ গোলের জয় আর শেষ ম্যাচে পেরুকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলের ব্যবধানে। এবার প্যারাগুয়ের বাধা পার হলেই তারা পৌঁছে যাবে টুর্নামেন্টটির ফাইনালে।
অন্যদিকে সেরা চারের লড়াই তুলনামূলকভাবে কঠিন আর্জেন্টিনার জন্য। ফিফা র্যাঙ্কিংয়ে আলবিসেলেস্তেদের তুলনায় কলম্বিয়ার মেয়েরা এগিয়ে আছে সাত ধাপ। তাছাড়া গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। চার ম্যাচের সবকটিতে জয় পেয়েছে তারা। তার ওপর স্বাগতিক দল তারা। অবশ্য মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে আর্জেন্টিনার মেয়েরা। এখন পর্যন্ত দশ বারের দেখায় তিন বার জয় পেয়েছে তারা। বিপরীতে কলম্বিয়ার জয় দুই ম্যাচে। বাকি পাঁচ ম্যাচের ফলাফল ড্র।
সেমিফাইনালে যদি কোনো কারণে ব্রাজিল ও আর্জেন্টিনা, দুই দলই বাদ পড়ে, তাহলে ৩০ জুলাইয়ের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়তে হবে এ দুই চির প্রতিদ্বন্দ্বীকে। মেয়েদের কোপায় আগের আট আসরের মধ্যে সাতটি শিরোপাই দখলে নিয়েছে ব্রাজিল। বাকি শিরোপাটি ২০০৬ সালে নিজেদের করে নেয় আর্জেন্টিনা।
মেসির স্ত্রীর স্যুট পরা ছবিতে নেটমাধ্যমে ঝড়, মুগ্ধ হয়েছেন খোদ মেসিও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।