সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : কানুনগো আর সার্ভেয়াররা লোকজনকে জ্বালায় আর পয়সা-পাতি খায়, এগুলো বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিংগাইরে ফার্মারস মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন শেষে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে কুশল বিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় জেলার সিংগাইর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনকে উদ্দেশ্য করে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম বলেন, আমি আশা করবো তোমার মাধ্যমে এখান থেকে দুর্নীতি কমে। পাশে থাকা জেলা প্রশাসক ড. মো. মানোয়ার হোসেন মোল্লারকে দেখিয়ে তিনি বলেন, ডিসির দাড়ি আছে, আমার মনে হয় উনারা চেষ্টা করলেই দুর্নীতি কমে যাবে।
এরপর কৃষি উপদেষ্টা জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সাথে করমর্দন করেন এবং ঈমানি দায়িত্ব বাড়ানোর তাগিদ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।