আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ফিনল্যান্ড, এস্তোনিয়া ও লাটভিয়া। বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের এ কথা জানান সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা।
তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্টি কাইকোনেন বলেছেন, শিগগিরই ফিনল্যান্ডে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হবে এবং প্রতিশ্রুতি অনুযায়ী হেলসিঙ্কি কিয়েভকে সমর্থন অব্যাহত রাখবে।
ইউক্রেনে যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে উল্লেখ করে তিনি উদ্বেগও প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি ভীত যে, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে।’
সেই সঙ্গে কাইকোনেন জোর দিয়ে বলেন, ইউক্রেন বর্তমানে স্বাধীনতার জন্য লড়াই করছে। এ সময় ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের প্রচেষ্টারও প্রশংসা এবং তার মিশনের সম্ভাব্য সম্প্রসারণের জন্য সমর্থন প্রকাশ করেন ফিনিশ প্রতিরক্ষামন্ত্রী।
অপরদিকে এস্তোনিয়ান প্রতিরক্ষামন্ত্রী হ্যানো পেভকুরও সাংবাদিকদের বলেছেন যে, তার দেশ ইউক্রেনকে আরও বেশি সমর্থন দেবে।
তিনি বলেন, ‘তারা (ইউক্রেনীয়রা) জানে কী করতে হবে, আমাদের উচিত তাদের সাহায্য করা। যুদ্ধে তাদের জয়ী হতে সহযোগিতা করা।
পেভকুর জোর দিয়ে বলেন, ‘ইউক্রেনকে বেশি চাপে ফেলা উচিত নয়।’
অন্যদিকে লাটভিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইনারা মুরনিস সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের সদস্য পদের প্রতি সমর্থন প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমরা লক্ষ করছি, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে একটি নিষ্ঠুর ও আক্রমণাত্মক যুদ্ধ চালাচ্ছে।’
ইনারা মুরনিস আরও বলেন, ইউক্রেনের জন্য যতদিন প্রয়োজন ততদিন সমর্থন অব্যাহত রাখতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।