বিনোদন ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী রাজনীতিবিদ পার্থ চট্টোপাধ্য়ায়কে জামিন দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। তবে এখনই তিনি ছাড়া পাচ্ছেন না।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে জামিন পাবেন এই রাজনীতিবিদ। তার আগে ডিসেম্বরের মধ্যে এই মামলায় চার্জ গঠন করতে হবে। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতকে প্রধান সাক্ষীদের বয়ান নিতে হবে। তারপর জামিনে মুক্ত হবেন পার্থ চট্টোপাধ্যায়।
২০২২ সালের ২৩ জুলাই থেকে নিয়োগ দুর্নীতি মামলায় জেলে আছেন পার্থ। এতদিন নিম্ন আদালত, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে তিনি জামিন পাননি। কারণ, তদন্তকারী সংস্থার দাবি ছিল, পার্থ খুবই প্রভাবশালী মানুষ। জামিনে মুক্তি পেলে তিনি মামলাকে প্রভাবিত করতে পারবেন।
এর আগে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫২ কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। ঘুষের না হলে এত টাকা কেউ বাড়িতে রাখবে না। তাই পার্থ চট্টোপাধ্যায় এর দায় এড়াতে পারেন না। তদন্ত একটা জায়গায় পৌঁছালে তারপরই তার জামিনের বিষয়টি ভাবা যেতে পারে।
কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে ট্রায়াল কোর্টকে চার্জ গঠন করতে হবে। তারপর জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে সংবেদনশীল সাক্ষীদের বক্তব্য নথিভুক্ত করতে হবে। যাদের প্রভাবিত করার বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, তাদের বক্তব্য নিয়ে নিতে হবে।
ঘাম ঝরানো সাহসী ওয়েব সিরিজ, পরিবারের ছোটদের থেকে দূরে রাখুন
এটা হয়ে গেলে এক ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে পার্থ চট্টোপাধ্য়ায়কে। এটা শুধুমাত্র ইডি-র মামলায় জামিন। এই জামিন পাওার পর পার্থ কোনো সরকারি পদ নিতে পারবেন না। তিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিধায়ক থেকে যেতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।