জুমবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জে গঠনতন্ত্র লঙ্ঘন করে কমিটি দেওয়ার মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) আদেশ দিয়েছেন আদালত।
মুন্সীগঞ্জ আদালতের সিনিয়র সহকারী জজ মনিরুজ্জামন সিকদার গত রোববার (২৪ সেপ্টেম্বর) এ আদেশ দেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আদেশের কপি হাতে পেয়েছেন মামলার বাদী জেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন।
আদেশে একইসঙ্গে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি জয়নাল আবেদীনকে শোকজ করা হয়েছে। পাশাপাশি কারণ দর্শানোর সময় পর্যন্ত জেলা জাতীয় পার্টির কার্যক্রমে স্থিতাবস্থা দিয়েছেন আদালত।
এ বিষয়ে জয়নাল আবেদীন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শোকজের জবাব দেওয়া হবে।
তিনি বলেন, আদালত দলের কার্যক্রমে স্থিতাবস্থা দিয়েছেন, কিন্তু কমিটি স্থগিত করেননি।
এদিকে মামলার বাদি আওলাদ হোসেন বলেন, আশা করি আদালত ন্যায়বিচার করবেন।
এর আগে, গত ১৭ আগস্ট জাতীয় পার্টির ১১১ সদস্যের মুন্সীগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে গঠনতন্ত্র লঙ্ঘন করে ত্যাগীদের বাদ দেওয়ার অভিযোগে গত ১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।