আন্তর্জাতিক ডেস্ক : আলবার্ট আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব ও চার্লস ডারউইনের বিবর্তনবাদকে চ্যালেঞ্জ করে ভারতের আদালতে পিটিশন দায়ের করা হয়েছে। পিটিশনকারী বলছেন, এই দুটি তত্ত্বে ভুল রয়েছে, তিনি এটি নিয়ে কথা বলার প্ল্যাটফর্ম চান। অবশ্য পিটিশনটি খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিচারপতি সঞ্জয় কিশান কৌল ও সুধাংশু ধুলিয়ার সুপ্রিম কোর্ট বেঞ্চ শুক্রবার এই পিটিশন খারিজ করে দেন। আদালত বলেন, আর্টিকেল ৩২–এর আওতায় এসব বৈজ্ঞানিক তত্ত্ব ভুল বলা যাবে না। এ কারণে এ নিয়ে পিটিশনও দায়ের করা যাবে না।
বিচারপতি সঞ্জয় কিশান কৌল ও সুধাংশু ধুলিয়ার সুপ্রিম কোর্ট বেঞ্চ বলেন, ‘পিটিশনকারী প্রমাণ করতে চাইছেন, আলবার্ট আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব ও চার্লস ডারউইনের বিবর্তনবাদ ভুল। এই কথা প্রমাণ করার জন্য তিনি একটি বিশেষ প্লাটফর্ম চেয়েছেন। কিন্তু তিনি যদি এই বিশ্বাস করে থাকেন, তাহলে তিনি নিজের মতো করে এর প্রচার করতে পারেন।’
আলবার্ট আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্বমতে সব গতিই আপেক্ষিক, পরম নয় কোনো গতিই। চার্লস ডারউইনের বিবর্তনবাদে বলা হয়েছে, বিবর্তনের মধ্য দিয়েই প্রতিটি জীবকে যেতে হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।