জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফের নাফ নদে বড়শিতে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। মাছটি ধরা পড়ে শাহপরীর দ্বীপ বাজারপাড়া এলাকার বাসিন্দা মোদাচ্ছির (৩২) নামে এক যুবকের বড়শিতে।
মাছটি সাগর থেকে তোলার পর এর দাম ধরা হয় ৮৫ হাজার টাকা। পরে কেজি প্রতি ১৩০০ টাকা করে বিক্রি করা হয়েছে। রবিবার সকালে শাহপরীর দ্বীপের নাফ নদ সংলগ্ন জেটি ঘাটে বড়শি ফেলে মাছটি ধরা হয়।
স্থানীয় বাসিন্দা শহিদ উল্লাহ বলেন, ডেইলি বড়শি দিয়ে মাছ ধরতে যায় দ্বীপের স্থানীয় ২০-৩০ জনের একটি দল। রবিবার সকালে স্থানীয় যুবক মোদাচ্ছিরের বড়শিতে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়ে।
মোদাচ্ছির জানান, সুযোগ পেলে নাফ নদে মাছ শিকারে চলে যাই। ভাগ্য থাকলে এখানে অনেক সময় বড় বড় মাছ ধরা পড়ে। আজকে ধরা পড়া কোরাল মাছটি ১৩০০ টাকা কেজি ধরে বিক্রি করে দেওয়া হয়েছে। মাছটি বিক্রি করে প্রায় ৩২ হাজার টাকায়।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সরকারিভাবে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। সরকারিভাবে বন্ধের ফলে সাগরে দিন দিন মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।