আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে বলে মন্তব্য করা হচ্ছে। এই পরিস্থিতিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইতোমধ্যে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি মনে করেন, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার মাধ্যমে তাকে অপমান করা হয়েছে, যা মূলত বাংলাদেশের সম্মান ক্ষুণ্ন করার শামিল। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ক্রিকেট কেবল একটি খেলা নয়; এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের মর্যাদা জড়িয়ে থাকে। তার ভাষায়, নিঃসন্দেহে বাংলাদেশের একজন ক্রিকেটারের সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়েছে। তিনি বলেন, এটি একজন খেলোয়াড়ের অপমান নয়, বরং পুরো জাতির জন্য অপমানজনক।
বিএনপি মহাসচিব আরও জানান, এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে তিনি একমত। একই সঙ্গে তিনি মত দেন, জাতীয় স্বার্থের প্রশ্নে ছোট-বড় সব বিষয়েই দেশের রাজনৈতিক ও ক্রীড়া মহলের ঐকমত্য প্রয়োজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


