স্পোর্টস ডেস্ক : স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। পরিস্থিতি এতটাই খারাপ যে, তারা নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। সরকারের কাছে কোনো সদুত্তর নেই। খাবার, জ্বালানি গ্যাস, তেলের দাম সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে।
দেশজুড়ে চলছে বিক্ষোভ। পথে নেমেছেন হাজার হাজার সাধারণ মানুষ। অগ্নিগর্ভ পরিস্থিতির সুযোগ কাজে লাগাতে কসুর করছে না সে দেশের বিরোধী দলগুলো।
এই পরিস্থিতিতে আইপিএলের সঙ্গে যুক্ত দেশের সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের এক সপ্তাহের জন্য দেশে ফেরার আহ্বান জানালেন অর্জুনা রানাতুঙ্গা।
তিনি বলেছেন, ‘আমাদের বেশ কিছু ক্রিকেটার আইপিএলের বৈভবের মধ্যে খেলছে। অথচ দেশের পরিস্থিতি নিয়ে তারা কোনো কথা কেন বলছে না জানি না। দুর্ভাগ্যজনক হলেও মানুষ সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। এই ক্রিকেটাররা আসলে ক্রীড়া মন্ত্রকের অধীনে ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করে। সকলেই নিজের নিজের পেশা বাঁচাতে ব্যস্ত। কিন্তু এই সময় ওদের এগিয়ে আসা উচিত। দেশের অনেক তরুণ ক্রিকেটার কিন্তু প্রতিবাদ জানাতে শুরু করেছে। ‘
রানাতুঙ্গা আরো বলেছেন, ‘যখন খারাপ কিছু হয় তখন প্রতিবাদ করার সাহস থাকা উচিত। সব সময় নিজের কাজের কথা ভাবলে চলে না। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, আমি কেন প্রতিবাদ করছি না। শেষ ১৯ বছর ধরে আমি রাজনীতির সঙ্গে যুক্ত। এটা রাজনীতির সমস্যা নয়। কোনো রাজনৈতিক দল বা নেতাই আলাদা করে প্রতিবাদ করছে না। এটা দেশের সমস্যা। গোটা দেশের মানুষ প্রতিবাদ করছে। মানুষই দেশের সব থেকে বড় শক্তি। আইপিএলে কারা খেলছে সকলেই জানে। আলাদা করে কারো নাম বলতে চাই না। আমি শুধু চাই এক সপ্তাহের জন্য ওরা দেশে ফিরে প্রতিবাদীদের পাশে দাঁড়াক। ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।