রোনাল্ডোর ব্যাপারে গোপন তথ্য দিলেন প্রেমিকা

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক : বিশ্ববিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর থেকেই দেশটিতে একই ছাদের নিচে থাকছেন দুজন।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

দৈনন্দিন কার্যকলাপ নিয়ে অনেক নতুন তথ্য দিয়েছেন জর্জিনা রদ্রিগেজ। স্পোর্টসউইকের এক প্রতিবেদন বলছে, রোনাল্ডো কখনো রান্না করেন না। তিনি অ্যাপ্রোনও পরেন না। হয়তো তার প্রেমিকা জর্জিনা অথবা কুক রান্না করেন। জর্জিনা বলেন, সকালে ঘুম থেকে উঠে খাবার টেবিলে গরম গরম খাবার চান রোনাল্ডো।

জর্জিনার দাবি, রান্না না করলেও একজন ভালো বাবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জর্জিনার চোখে সবচেয়ে ভালো বাবা তার প্রেমিক।

সুযোগ পেলে যার সঙ্গে সঙ্গে প্রেম করতে চান কারিনা

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে একসঙ্গে থাকছেন এই যুগল।

সূত্র: মার্কা নিউজ