জুমবাংলা ডেস্ক : রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বীকৃতি একুশে পদক। ক্রীড়াঙ্গন থেকে এই পদকের জন্য সাধারণত মনোনয়ন দেওয়া হয় না। ক্রীড়াঙ্গন থেকে এবার একুশে পদকের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল মনোনীত হয়েছে। দল হিসেবে একুশে পদক পাওয়ার ঘটনা ক্রীড়াঙ্গনে প্রথম এবং বড় স্বীকৃতি। স্বাধীন বাংলা ফুটবল দলও এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এই সংবাদ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘একুশে পদক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুরস্কারের জন্য আমাদের মনোনীত করায় সরকারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের এই পুরস্কার শুধু নারী দল নয়, পুরো ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করবে বলে মনে করি।’
বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপের ২০২২ ও ২৪ আসরে টানা দুই বার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে গত কয়েক বছর দেশের ক্রীড়াঙ্গনের আলোকবর্তিতা নারী ফুটবল দলের হাতেই। বাংলাদেশ নারী ফুটবল দল সম্প্রীতির দারুণ এক উদাহরণ। গারো, চাকমা, সাওতালসহ আরও কয়েকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাশাপাশি বাঙালি জনগোষ্ঠীর সম্মিলনে দারুণ এক পরিবার বাংলাদেশের নারী ফুটবল। সমাজের প্রান্তিক পর্যায় ও নানা প্রতিবন্ধকতা পেরিয়ে নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ার পর্যায়ে টানা দুইবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া অসাধারণ কৃতিত্ব। সাবেক ক্রীড়াবিদ ও বিশিষ্ট ধারাভাষ্যকার আব্দুল হামিদ একুশে পদক পেয়েছিলেন। তার সেই স্বীকৃতি ছিল মূলত ক্রীড়া সাংবাদিকতার জন্য।
বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক। নিয়াজ মোর্শেদ, কাজী সালাউদ্দিন, সাঁতারু মোশাররফ, জাকারিয়া পিন্টুসহ আরও কয়েকজন এই পদক পেয়েছিলেন। সংস্থা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আনসারও পেয়েছিল সর্বোচ্চ এই রাষ্ট্রীয় পদক। মাঝে প্রায় দুই দশক এই পুরস্কার ক্রীড়াঙ্গনের কেউ পায়নি। গত দুই বছর ধরে এই অচলায়তন ভেঙেছে। সাবেক অ্যাথলেট ফিরোজা খাতুন ও এর আগের বছর ক্রিকেটার রকিবুল হাসান জাতীয় এই স্বীকৃতি পেয়েছিলেন।
একুশে পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও ৪ লাখ টাকার চেক দেওয়া হয়। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।