জুমবাংলা ডেস্ক : হলের আসন বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হেয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সংঘর্ষের এ ঘটনা ঘটে। লাটিসোঁটা হাতে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস।
সাধারণ শিক্ষার্থীরা জানান, গত ১০ নভেম্বর হলের ফরম বিতরণের পর ১৯ নভেম্বর ৩০০ জনের ফলাফল ঘোষণা করা হয়। সেই ফলাফল প্রত্যাহার করে নতুন করে প্রক্রিয়া শুরুর দাবি জানান শিক্ষার্থীদের একাংশ। তাদের দাবি সুষ্ঠু বণ্টন হয়নি। এ নিয়ে কয়েকদিন ধরে দুইপক্ষের বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে সংঘর্ষে জড়ান তারা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। ভাঙচুর করা হয় ক্যাম্পাসের ফটক ও স্থাপনায়।
এদিকে, সংঘর্ষের ঘটনায় একে অপরকে দায়ী করেছে ছাত্রদল ও শিবির। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ এটি, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিসি (উত্তর) মোহাম্মদ ফয়সাাল আহমেদ বলেন, ‘দুপক্ষ সিট বরাদ্দ নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখনও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।