জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের কালুরঘাটের বিসিক শিল্পনগরী এলাকার একটি কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
Advertisement
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে বিসিকের কাদের ট্রেডিং নামের কারখানায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস কাপ্তাই অঞ্চলের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, কারখানাটিতে তুলাসহ বিভিন্ন পণ্য প্রক্রিয়াজাত করা হয়। আমরা ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।
তিনি বলেন, এখন পর্যন্ত কালুরঘাট স্টেশনের তিনটি, বায়েজিদের দুটি এবং চন্দনপুরার দুটি মিলিয়ে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।