বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হ্যাকারদের সাইবার আক্রমণের মুখে পড়ার কথা জানিয়েছে জ্যোতির্বিদ্যা বিষয়ক বিশ্বের শীর্ষ এক পর্যবেক্ষক সংস্থা, যার ফলে কয়েকটি টেলিস্কোপের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার খবর এসেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন’স ন্যাশনাল অপটিকাল ইনফ্রারেড অ্যাস্ট্রনমি ল্যাবরেটরি (নয়েরল্যাব)’ অভিযোগে বলেছে, পয়লা অগাস্ট সাইবার নিরাপত্তাজনিত এক ঘটনায় তারা ল্যাবের কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে।
সাইবার আক্রমণের মুখে পড়া যন্ত্রগুলোর মধ্যে রয়েছে হাওয়াইয়ের ‘জেমিনাই নর্থ টেলিস্কোপ’ ও চিলির ‘জেমিনাই সাউথ টেলিস্কোপ’। এ ছাড়া, চিলিতে অবস্থিত পর্যবেক্ষেণ কেন্দ্র ‘সেরো তলোলো’র কয়েকটি ছোট টেলিস্কোপও আক্রমণের শিকার হয়েছে বলে উঠে এসেছে প্রযুক্তি সাইট স্পেস ডটকমের প্রতিবেদনে।
“আক্রান্ত টেলিস্কোপ ও ওয়েবসাইট পুনরায় চালু করতে আমাদের কর্মীরা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছেন। আর এখন পর্যন্ত যে অগ্রগতি দেখা গেছে, তা সন্তোষজনক।” –২৪ অগাস্ট ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে লিখেছে নয়েরল্যাব।
নয়েরল্যাবের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে এই সাইবার হামলার ঘটনাটি ঘটেছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘ন্যাশনাল কাউন্টারইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টার (এনসিএসসি)’র বুলেটিন প্রকাশের কয়েকদিন আগে। ওই বুলেটিনে যুক্তরাষ্ট্রের মহাকাশবিষয়ক বিভিন্ন কোম্পানি ও গবেষণা প্রতিষ্ঠানকে সম্ভাব্য সাইবার আক্রমণ ও গুপ্তচরবৃত্তি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল সংস্থাটি।
“বিদেশী গুপ্তচর ও হ্যাকাররা মার্কিন অর্থনীতি ও জাতীয় নিরাপত্তায় মহাকাশ খাতের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল। এর মধ্যে রয়েছে মহাকাশভিত্তিক প্রযুক্তির ওপর যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর নির্ভরতার বিষয়টিও।” –উল্লেখ রয়েছে বুলেটিনে।
“তারা যুক্তরাষ্ট্রের মহাকাশ সংশ্লিষ্ট উদ্ভাবন ও প্রযুক্তিকে সম্ভাব্য হুমকি হিসেবে দেখার পাশাপাশি সাইবার আক্রমণকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও দক্ষতা চুরির সুযোগ হিসেবে দেখে।”
যুক্তরাষ্ট্রের জোতির্বিদ্যা সংশ্লিষ্ট কোনো অবকাঠামোয় সাইবার আক্রমণের প্রথম ঘটনা নয় এটি। ২০২২ সালের অক্টোবরে চিলিতে অবস্থিত আরেক টেলিস্কোপ ‘আটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে (আলমা)’র ওপর সাইবার আক্রমণ চালিয়ে এর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল হ্যাকাররা।
বেশ কয়েক বছর ধরেই সাইবার আক্রমণের শিকার হয়ে আসছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২০২১ সালে গোটা বিশ্বের ‘সোলারউইন্ড’ ব্যবস্থায় চালানো সাইবার আক্রমণের প্রভাব পড়েছিল সংস্থাটির ওপর। সে সময় একে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ‘বড় সতর্কবার্তা’ হিসেবে আখ্যা দেন নাসার নীতিনির্ধারকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।