বিনোদন ডেস্ক : অবশেষে অপেক্ষার পালা শেষ করে ফের পর্দায় আসছে জনপ্রিয় টিভি শো ‘দাদাগিরি’। প্রতিবারের মতো এবারও সঞ্চালনায় থাকছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাদাগিরির নতুন পর্বের এক ঝলক শেয়ার করেছেন তিনি।
ছবিতে দেখা যায়, আলো আঁধারি সেটে কমলা রঙের সোফায় সাদা শার্টের সঙ্গে নীল রঙের স্যুট পরে বসে আছেন সৌরভ। এ সময় তার চোখে চশমা, পায়ে কালো জুতা, চোখে মুখে স্নিগ্ধতা ও মুখ জুড়ে হাসি। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দাদাগিরির ১০ নম্বর সিজন’।
সৌরভের এই পোস্ট নিমেষে ভাইরাল হয়ে যায়। একজন কমেন্টে লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না।’ আরেকজন লিখেছেন, ‘সত্যিকারের মহারাজাই লাগছে।’
আর একজন লিখেছেন, ‘সত্যিকারের পারিবারিক বিনোদন। একমাত্র বাংলা শো যেখানে দু রকম অর্থের জোকস বলে হাসাহাসি হয় না।’
এদিকে দাদাগিরি সিজন-১০ নিয়ে এখনো অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। ধারণা করা হচ্ছে, ‘ডান্স বাংলা ডান্স’ শেষ হলে সেপ্টেম্বরে টিভির পর্দায় হাজির হতে পারে দাদাগিরির নতুন পর্ব।
খোলামেলা পোশাকে উন্মুক্ত বক্ষযুগল, ভক্তদের মনে ঝড় তুললেন প্রিয়া প্রকাশ
উল্লেখ্য, ২০০৯ সালে শুরু হয় ‘দাদাগিরি’ গেম শো। মাত্র কয়েকটি সিজনেই এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রথম থেকেই এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। তবে একটি সিজন মিঠুন চক্রবর্তী সঞ্চালনা করেছিলেন। পরে দর্শকদের অনুরোধেই ফের দায়িত্ব নেন সৌরভ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।