আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্রের গভীরে বাস করা এক বিরল প্রজাতির মাছ ওরাফিস বা ‘ডুমসডে ফিশ’-এর দেখা মিলেছে ক্যালিফোর্নিয়ায়। এই মাছকে ঘিরে প্রচলিত নানা কুসংস্কারের কারণে চিন্তিত স্থানীয় মানুষ। বিশেষ করে জাপানি সংস্কৃতিতে বিশ্বাস করা হয়, এই মাছের আবির্ভাব মানেই কোনো বড় প্রাকৃতিক বিপর্যয় আসন্ন।
কী এই ওরাফিস?
ওরাফিস এক ধরনের গভীর সমুদ্রের মাছ, যা সাধারণত সমুদ্রের ৩,০০০ ফুট নিচে বাস করে। এদের দৈর্ঘ্য ১০ মিটার পর্যন্ত হতে পারে এবং আকৃতিতে এটি অনেকটা সাপের মতো দেখতে। গবেষকদের মতে, এই মাছ খুবই বিরল এবং সচরাচর মানুষের চোখে পড়ে না।
কেন ভয় পান মানুষ?
প্রাচীন জাপানি বিশ্বাস অনুসারে, সমুদ্রের অতল থেকে এই মাছ যদি উপরে উঠে আসে, তবে শীঘ্রই ভূমিকম্প বা সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে। অতীতেও জাপানে এমন ঘটনার নজির রয়েছে, যেখানে ওরাফিস দেখার পর বড় ধরনের ভূমিকম্প হয়েছে।
বিজ্ঞান কী বলছে?
বিজ্ঞানীরা অবশ্য এই বিশ্বাসকে কুসংস্কার বলেই মনে করেন। তাঁদের মতে, সাম্প্রতিক সময়ে সমুদ্রের বাস্তুতন্ত্রের পরিবর্তন এবং পানির গভীর স্তরের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার কারণে এই মাছগুলো উপরে চলে আসছে। এটি হয়তো বিপর্যয়ের পূর্বাভাস নয়, বরং পরিবেশগত পরিবর্তনের একটি প্রভাব।
তবে, জাপানিসহ বিশ্বের কিছু অংশে এখনও এই মাছের আবির্ভাবকে প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস হিসেবেই ধরা হয়। সত্যিই কোনো দুর্যোগ আসবে কি না, তা সময়ই বলে দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।