বিনোদন ডেস্ক : থার্টি সিক্স, ট্যোয়ন্টি ফোর, থার্টি সিক্স ফিগারের এই সংজ্ঞা মানেই অনুরাগীদের প্রথমেই মাথায় আসে নোরার কথা। বিগত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে নোরা ফাতেহি। একের পর এক ভাইরাল হওয়া ভিডিও-র মুখ এখন এই বলিকন্যা।
নাচের জগতে তাঁর এক ভিন্ন পরিচিতির পাশাপাশি নোরার উষ্ণ ফিগারে কুপোকাত নেটপাড়া। তবে, নোরাকে টেক্কা দিতে টলিউড হাজিরআরও এক কন্যা। নাচের সঙ্গে তার হট ফিগারে ঘাম ছুটছে পুরুষদের। জানেন কে সে?
দীর্ঘদিন ধরেই বড় পর্দা, ছোট পর্দায় চুটিয়ে কাজ করছেন সে। শুধু অভিনয়ই নয়, নায়িকা নাচও করেন ফাটাফাটি। বিভিন্ন অ্যাওয়াার্ড ফাংশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই তার নাচ যথেষ্ট প্রশংসা পায়। তার বয়স বাড়লেও বোঝা যায় না।
কথা হচ্ছে টলি কন্যা মনামীর।বাংলা ইন্ডাস্ট্রির এজলেস বিউটি। মনামীকে দেখে সেটা বোঝা দায় তার বয়স কতো।কয়েকদিন আগেই নোরা ফাতেহির গুরুরান্ধওয়া এবং তাঁর নাচ মেরি রানি গানটি রীতিমত ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। এবার সেই গানকেই টেক্কা দিলেন মনামী।
স্রোতের বিপরীতে হাঁটতে বরাবরই ভালোবাসেন অভিনেত্রী মনামী ঘোষ। টলিগঞ্জের সাহসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। এরই মাঝে এবার নাচ মেরি রানিকে নোরা ঠিক যেমন পোশাক পরেছিলেন সেই পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে তেমনই পোশাক পরে মনামী নেচে রাতের ঘুম কাড়লেন অনুরাগীদের। হুকস্টেপ একই রকম রেখে বাকি নাচের কোরিওগ্রাফিতে করা হয়েছে অদলবদল।
এই গানের একটি কভার বানিয়েছেন মনামী। নাচতে নাচতে হঠাৎই সটান জ্যাকেট খুলে উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী। যা দেখে নোরাকে রীতিমত টেক্কা দিয়েছেন মনামী তা বলতে আপনি বাধ্য। ‘সাত কাহন’ ধারাবাহিক দিয়ে মনামীর অভিনয় জীবন শুরু। এরপর থেকে ফিল্ম এবং টেলিভিশন দু’টি মাধ্যমই সমানতালে অভিনয় করে গিয়েছেন অভিনেত্রী। বলে রাখি, বঙ্গতনয়ার মনামী এবার আসছেন ডান্স ডান্স জুনিয়রের দ্বিতীয় মরশুম নিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।