‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললেন সৌরভ পত্নী ডোনা

ডোনা গাঙ্গুলি

বিনোদন ডেস্ক : ওডিসি নাচে যার বিশ্বজোড়া খ্যাতি সেই ডোনা গাঙ্গুলি এবার উপস্থিত ‛ডান্স ডান্স জুনিয়নর’ র মঞ্চে। একের পর এক তারকরা সমাগম এই মঞ্চে। টলিউড থেকে বলিউড সকলেই হাজির হচ্ছেন। চলতি বছরের ৬ আগস্ট থেকে স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে ‛ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’।

ডোনা গাঙ্গুলি

বহু প্রতীক্ষার পর অবশেষে টিভির পর্দায় এসেছে এই শো। আগের দুটি সিজনের থেকে এই সিজেন বেশ খানিকটা বদল ঘটেছে। আর যা চুটিয়ে উপভোগ করছেন দর্শকরা।

সুনীল শেট্টি ও মৌনী, প্রসেনজিৎ চ্যাটার্জি, কোয়েল মল্লিক, যীশু সেনগুপ্তর পর এবার এই মঞ্চে হাজির হয়েছেন সৌরভ ঘরণী। ওডিসি নৃত্যে ডোনা গাঙ্গুলির জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। এই নাচের মাধমেই তার বিশ্বজোড়া খ্যাতি। সম্প্রতি তাকেই দেখা যাবে ছোটপর্দার এই শোতে হাজির হতে। এমনকি শুধু উপস্থিতি নয় এদিন তাকে এক প্রতিযোগীকে নাচের স্টেপ দেখাতে।

সব মিলিয়ে আরও একবার জমে উঠতে চলেছে এই শো। এদিন ‘ডান্স ডান্স জুনিয়র’র মঞ্চে এসে ডোনা জানান যে, তিনি নিয়মিত এই শো দেখেন। এমনকি এও বলেছেন যে, তিনি জানেন না কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবেন। কিন্তু প্রত্যেকেই খুবই ট্যালেন্টেড বলে তার অভিমত। এই মঞ্চে বিচারকের ভূমিকায় রয়েছেন দেব, রুক্মিণী ও মনামী। এছাড়া ৩ ক্যাপ্টেনের ভূমিকায় রয়েছে ‛গুনগুন’ ওরফে তৃনা, ‛খুকুমণি’ ওরফে দ্বিপান্বিতা আর ‛গঙ্গারাম’ ওরফে অভিষেক।

স্পার্মের কোয়ালিটি ঠিক রাখতে এড়িয়ে চলুন ৫টি খাবার

তার সঙ্গে রয়েছে ভাসান বাপির অর্থাৎ অভিনেতা রোহন ভট্টাচার্যর কমেডি। এছাড়া এই শো সঞ্চালনার দায়িত্বে রয়েছে দুই খুদে শিল্পী উদিতা ও লাড্ডু। শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় শনি ও রবিবার রাত ৯ টায় স্টার জলসার পর্দায় অনুষ্ঠিত হয় এই শো।