বিনোদন ডেস্ক : আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের।
বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও। আবার কখনো কখনো ভাইরাল হয়ে যায় বিভিন্ন হাসির ভিডিও।
আজকালকার দিনে ট্রেন্ডে রয়েছে শর্ট ভিডিও। আর সেখানেই দেখা মিলে বিভিন্ন হাসির ভিডিওর। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি মেয়ের ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যা দেখে হাসি থামাতে পারবেন না আপনি। ‘পাপা কি পরীর’ কীর্তি দেখে রীতিমতো হাসির রোল উঠেছে নেট দুনিয়াতে।
আসলে ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে একটি মেয়ে বুলেটের উপর বসে আছে এবং বুলেটের পেট্রোল ট্যাঙ্কের ঢাকনা খোলা। ব্যাকগ্রাউন্ডে পাটলি কামারিয়া গানও বাজছে। গানের তালে মেয়েটি মজা করে বাইকে বসেই নাচতে শুরু করে। কিন্তু ভারী বাইকের ভার সামলাতে না পেরে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। বাইক নিয়ে মেয়েটি পড়ে যায় এবং বুলেটের পেট্রোলও বয়ে যেতে থাকে।
বলাবাহুল্য, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে চোখের পলকেই। upendrakuma1983 নামের পেজ থেকে এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ লাইক এসেছে। ভিডিওটিতে অনেকেই মজার মজার মন্তব্য করছেন। এক ব্যবহারকারী লিখেছেন- ‘জিম করেও লাভ হয়নি’। অন্যজন লিখেছেন- ‘রিল তৈরি করতে গিয়ে আপনার ক্ষতি হয়েছে’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।