বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে বেশ সুখেই দিন পার করছেন তিনি। পাশাপাশি কাজও করছিলেন। তবে হঠাৎ জানালেন অভিনয় থেকে বিরতি নিচ্ছেন রণবীর।
জানা গেছে, ৬ মাসের জন্য অভিনয় ক্যারিয়ার থেকে বিরতি নিচ্ছেন এই অভিনেতা। ভারতীয় একটি গণমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রণবীর।
সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমে নিজের কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন এই তারকা। এ সময় বিরতির বিষয়টি জানান রণবীর।
কারণ হিসেবে রণবীর বলেন, অভিনয় থেকে বিরতি নিয়ে কয়েক মাস একটু মেয়ে রাহার সঙ্গে সময় কাটাতে চাই।
অভিনেতা আরও জানান, পর পর সিনেমার শুটিং থাকায় রাহাকে খুব একটা বেশি সময় দিতে পারেননি তিনি। মূলত সে কারণেই আপাতত ছয় মাস ক্যামেরার সামনে থেকে দূরে থাকবেন তিনি।
দীর্ঘদিন ধরেই রণবীরের অভিনয় থেকে বিরতি নেওয়ার গুঞ্জন বিটাউনে ভেসে বেড়াচ্ছিল। অবশেষে সেটাই সত্যে পরিণত হলো। ২০২২ সালে আলিয়া-রণবীরের কোলজুড়ে আসে কন্যা রাহা।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।