শাড়ি পরে ছাদে মধ্যে দুর্দান্ত ড্যান্স দিলো শিশুকন্যা, ভাইরাল ভিডিও

baby dance

বিনোদন ডেস্ক : এ যেন ছোট্ট কমলা। অঙ্কিতা ভট্টাচার্যের ‘কমলা নৃত্য করে থমকিয়া’ থমকিয়া গানে নেচে নেটিজেনদের মুগ্ধ করলো এই খুদে কন্যা। লাল, সবুজ ও কমলা চেকের শাড়ি, গলায় হার, কানে দুল, হাতে সবুজ রঙের চুরি, কোমরে কোমরবন্ধনী, মাথায় টিকলি, ঠোঁটে লিপস্টিক ও কপালে টিপ পরে অসাধারণ দেখতে লাগছে মিষ্টি এই পরীকে।

baby dance

মাথায় আবার ঘোমটা দিয়ে নাচতে দেখা গেছে তাকে। যা আরও বেশি মিষ্টতা প্রদান করেছে এই ভিডিওকে। পায়ে আলতা, নূপুর পরে যেন ছোট্ট গিন্নী লাগছে তাকে। Dance with ayat নামের ইউটিউব চ্যানেল থেকে তার এই নাচের ভিডিও শেয়ার করা হয়েছে। তারপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

কমলায়_নৃত্য_করে_থমকিয়া_থমকিয়া।। Dance_cover।।@Dance With Ayat😍

‘কমলা’ গানে মিষ্টি মেয়েটিকে নাচতে চেষ্টা করতে দেখে মুগ্ধ হয়েছেন নেট জনতারা। যদিও এটাকে নাচ বলা যায় না। তবুও, তার কিউট এক্সপ্রেশন আর ঘাড় দুলিয়ে দুলিয়ে গুটি গুটি পায়ে বাড়ির ছাদে ঘুরে বেড়ানোর দৃশ্য মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।

দেশের যেসব স্থানে ঝোড়ো হাওয়ার আভাস

আসলে মেয়েটি একেবারে কিউটের ডিব্বা। তাকে দেখে মন ভালো না হয়ে উপায় নেই।