স্পোর্টস ডেস্ক: ব্রাজিলীয় তারকা দানি আলভেজের সঙ্গে নতুন চুক্তি করবে না স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তাই চলতি মাস শেষে বার্সা ছাড়তে হচ্ছে আলভেজকে। চুক্তি নবায়ন না করার বিষয়টি বার্সা জানিয়ে দিয়েছে আলভেজকেও। তাই বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন আলভেজ।
গত বছরের নভেম্বরে বার্সার দুঃসময়ে ফ্রি ট্রান্সফারেই ৬ বছর পর ফের কাতালানদের হয়ে খেলতে এসেছিলেন আলভেজ। ব্রাজিলীয় তারকা সে সময় জানিয়েছিলেন, মাসে এক ইউরোর বিনিময়ে হলেও তিনি বার্সায় খেলতে চান। এরপর জাভি হার্নান্দেজের অধীনে কাতালানরা ঘুরে দাঁড়িয়েছিল, যার অন্যতম কারিগর ছিলেন আলভেজ।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার মতে, চুক্তির মেয়াদ শেষ হলেও ২০২২-২৩ মৌসুমে বার্সেলোনায় থাকতে চেয়েছিলেন আলভেজ। কাতার বিশ্বকাপের আগে ইউরোপে থেকে নিজেকে প্রস্তুত করার ইচ্ছা ছিল তাঁর। তিনি চেয়েছিলেন আর কয়েকটা মাস বার্সায় থাকতে। কিন্তু আলভেজের ভাবনা পছন্দ হয়নি বার্সার।
ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেছেন আলভেজ। তিনি লিখেছেন, ‘প্রিয় বার্সা সমর্থকেরা, বিদায় বলার সময় এসেছে। ৮ বছরেরও বেশি সময় আমি এই ক্লাবকে সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু জীবনে যেমন বছর ঘোরার সঙ্গে চলার পথও পাল্টে যায়, আমাদের গল্পগুলোও যেমন অন্য কোথাও লেখা হয়- এখানেও ঠিক তাই হলো। আমাকে ফিরিয়ে বিদায় বলার সুযোগটা যারা দিয়েছিলেন তাদের ধন্যবাদ জানাই। ’
তিনি আরো লিখেছেন, ‘তারা আমাকে ফিরিয়ে এনে প্রিয় জার্সিটি পরার সুযোগ করে দিয়েছেন। নিজেকে কতটা সুখী লেগেছে তা বলে বোঝাতে পারব না। আশা করি, তারা আমার পাগলামো আর মিস করবে না। ক্লাবে যারা আছেন আশা করি তারা বার্সার গল্পটা পাল্টাতে পারবেন। আশা করি, এই বিশ্ব যেন ভুলে না যায়, একটা সিংহ ৩৯ বছর বয়সেও পাগলাটে সিংহই থাকে। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।