পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী পৌর শহরের মধ্য অরনকোলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মতলেবুর রহমান মিনহাজ ফকির (৫৪) ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃত মানিক ফকিরের ছেলে। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
ঈশ্বরদী সদর (আমবাগান) পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, আওয়ামী লীগ নেতা মিনহাজ ফকির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিলেন। মিনহাজ ফকির আজ মুখে মাস্ক পরে মধ্য আরনকোলা এলাকায় এসেছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ যেন সহজে তাকে চিনতে না পারে, সম্ভবত সেজন্য মুখে দাড়ি রেখেছেন। নিয়মিত মুখে মাস্ক পরে গোপনীয়ভাবে চলাফেরা করে আসছিল মিনহাজ ফকির। অবশেষে পুলিশের জালে তাকে ধরা পড়তেই হলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।