জুমবাংলা ডেস্ক : ভিডিওতে দেখা যাচ্ছে, মাস্তানাম্মা একজন সঙ্গীর সাহায্যে একটি সাপের চামড়া ছাড়িয়ে তাতে হলুদ এবং অন্যান্য মশলা মাখাচ্ছেন। এর পর পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা কেটে ফেলেন তিনি।
বিশ্বের প্রায় প্রতিটি দেশেই টক, ঝাল, মিষ্টি, নোনতা স্বাদের তরকারি খাওয়ার চল রয়েছে। সেই সব তরকারির উপকরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন। এমনকি সাপের তরকারি খাওয়ার চলও রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। চিন, হংকং, ভিয়েতনামের মতো দেশে সাপ অন্যতম পছন্দের খাদ্য।
ভারতেরও এমন এক জন মানুষ ছিলেন যিনি শুধু জুত করে সাপের মাংস রান্নাই করতেন না, তা খেতেও ভালবাসতেন। তিনি ক্যারে মাস্তানাম্মা। ২০১৮ সালে মারা গিয়েছেন তিনি। কিন্তু ইউটিউব জুড়ে রয়ে গিয়েছে তাঁর রান্নার ভিডিওগুলি। এর মধ্যেই তাঁর সাপের তরকারি রান্নার একটি ভিডিও আবার ভাইরাল হয়েছে।
২০১৯ সালের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মাস্তানাম্মা এক জন সঙ্গীর সাহায্যে একটি সাপের চামড়া ছাড়িয়ে তাতে হলুদ এবং অন্যান্য মশলা মাখিয়ে রাখছেন। এর পর পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা কেটে ফেলেন তিনি। গরম তেলে মশলা কষিয়ে বানিয়ে ফেলেন সাপের তরকারি। রান্নার পর সেই মাংস পরিবেশন করে কয়েক জনকে খেতেও দেন মাস্তানাম্মা।
আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে এমএক্স প্লেয়ারের এই ওয়েব সিরিজ
মাস্তানাম্মা ভাল করে দেখতে পেলেও ভাল ভাবে শুনতে পেতেন না। অন্ধ্রপ্রদেশের এই বৃদ্ধা ২০১৮ পর্যন্ত ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি যখন মারা যান, তখন তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। ভারতের তামিলনাড়ু, নাগাল্যান্ড এবং ঝাড়খণ্ডে সাপের তরকারি এবং অন্যান্য পদ বেশ পছন্দের। দক্ষিণে ‘পুদালংগাই পোরিয়াল’ নামে একটি জনপ্রিয় খাবার রয়েছে, যা মূলত সাপ এবং লাউ দিয়ে তৈরি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।