স্পোর্টস ডেস্ক : এখন সবচেয়ে বেশি আলোচনায় ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত। কীভাবে এই সংস্করণকে টিকিয়ে রাখা যায়, এ নিয়ে বিস্তর কথাবার্তা হচ্ছে। এবার দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ওয়ানডে ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে তাঁর অভিনব ভাবনার কথা জানিয়েছেন।
সদ্য সমাপ্ত ভারত বিশ্বকাপে এই সংস্করণের খেলা ধীরগতির লেগেছে ডি ভিলিয়ার্সের কাছে।
সে ভাবনা থেকে তিনি মনে করেন, ‘৫০ ওভারের ক্রিকেটকে ৪০ ওভারে রূপান্তর করা যেতে পারে। শুধু খেলার দৈঘ্য একটু ছোট করা, এই যা। হয়তো দুটি টি-টোয়েন্টি ম্যাচের মতো হতে পারে, যেখানে প্রথম টি-টোয়েন্টির পর বিরতি থাকবে। প্রথম ম্যাচের রান দ্বিতীয় টি-টোয়েন্টিতে যোগ হবে।’
প্রথম ম্যাচের পর দ্বিতীয়টিতে দলে পরিবর্তন আনা যাবে জানিয়ে ডি ভিলিয়ার্স আরো যোগ করেন, ‘দ্বিতীয় ম্যাচে দুই দল পরিবর্তনের সুযোগ পাবে। এটা ১৫ জনের স্কোয়াড থেকে বাছাই করা যাবে। যেমন, দ্বিতীয় ম্যাচে একজন বাড়তি স্পিনার নিয়ে নামলেন। প্রথম ম্যাচ শেষে ৩০ রান পিছিয়ে থাকলে আপনি হয়তো অতিরিক্ত ব্যাটার নামিয়ে আগ্রাসী হলেন।
আমার মনে হয়, এটা দারুণ একটা ব্যাপার হতে পারে।’
ডি ভিলিয়ার্সের মতে, দ্বিতীয় ম্যাচের জন্য আলাদা টসও হতে পারে। অথবা বিকল্প উপায়ও বাতলে দিয়েছেন এই প্রোটিয়া কিংবদন্তি। বিকল্প উপায়ে যারা প্রথমে ব্যাট করেছে, দ্বিতীয় ম্যাচে তারা পরে ব্যাটিং করবে। এভাবে ম্যাচে আরো রোমাঞ্চ ফিরিয়ে আনা যাবে বলে মনে করেন ডি ভিলিয়ার্স।
দর্শকের কাছে খেলাটাকে আরো উপভোগ্য করে তোলার তাগিদ থেকে সৃজনশীল হওয়া দরকার বলে মনে করেন ডি ভিলিয়ার্স, ‘২০ ওভারের খেলা উপভোগ্য। সবাই টি-টোয়েন্টি ভালোবাসে। ৫০ ওভারের জায়গায় দুইটা টি-টোয়েন্টির আবেদন থাকবে। ৫০ ওভারের সংস্করণ থাকবে, ওয়ানডের বিশ্বকাপও থাকবে, কিন্তু এভাবে কিছু বিনোদন আনা যায়। আমি মনে করি, এটা দর্শকদের জন্য খুবই উপভোগ্য হবে। দুই টি-টোয়েন্টির মাধ্যমে সময় কিছু কমিয়েও আনা যাবে। সৃজনশীল হতে হবে, ক্রিকেটবিশ্ব এখন সৃজনশীল হওয়ার সময়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।