জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১০ দিনের ইতিকাফে থাকা অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট ঈদগাহ জামে মসজিদে। মৃত আব্দুল মজিদ (৬০) ওই ইউনিয়নের ধুলারকুটি গ্রামের মৃত আব্দুল লতিফের পূত্র।
জানা গেছে, আব্দুল মজিদ স্থানীয় নতুনহাট ঈদ মাঠের জামে মসজিদে ২০ রমজান থেকে ১০ দিনের ইতিকাফে অবস্থান করেন।
এক পর্যায়ে সোমবার (৩০ রমজান) সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে মসজিদ থেকে বাড়িতে নেওয়া হয়। পরে সেখানেই সকাল সোয়া ১১টার সময় তার মৃত্যু হয়।
আব্দুল মজিদের পিতা বীরেন্দ্রনাথ সাহা স্বাধীনতা যুদ্ধের আগেই হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তার নাম হয় আব্দুল লতিফ।
মৃত আব্দুল মজিদের ছেলে জাইদুল ইসলাম বলেন, আমার পিতা আব্দুল মজিদ দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটার সময় নতুনহাট ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। চরভুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।