স্পোর্টস ডেস্ক : টিম ইন্ডিয়া ও চেন্নাই সুপার কিংসের পেসার দীপক চাহার সাতপাকে বাঁধা পড়লেন।
গত বুধবার দীর্ঘদিনের গার্লফ্রেন্ড জয়া ভরদ্বাজকে বিয়ে করলেন দীপক।
আগ্রায় একেবারে গ্র্যান্ড সেরেমনিতেই কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন দীপক।
সোশ্যাল মিডিয়ায় দীপক-জয়ার ছবি ভাইরাল হয়ে গেছে।
মনের মানুষকে বিয়ে করার অনুভূতিই আলাদা। এই খুশিতেই নেচে উঠলেন দীপক। দীপক-জয়াকে ঘিরেই আগ্রায় এত আয়োজন।
আইপিএল চলাকালীন স্টেডিয়ামেই দীপক প্রপোজ করেছিলেন জয়াকে। মেহন্দি অনুষ্ঠানে দীপকের অভিব্যক্তি ফুটে উঠেছে রাহুলের ইনস্টাগ্রাম স্টোরিতে।
ছাতনাতলায় নবদম্পতি দীপক-জয়া। দীপক-জয়ার সঙ্গে তার তুতো ভাই রাহুল চাহার ও তার স্ত্রী ঈশানি জোহর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।