প্রথম ম্যাচে মুস্তাফিজকে ছাড়া মাঠে নামল দিল্লি ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক: শুরু হয়ে গেছে জমজমাট আইপিএল। প্রথমবারের মতো দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। তবে দলটির প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি এই বাঁহাতি পেসার।

ব্রাবোর্ন স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে দিল্লি। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি অধিনায়ক ঋষভ পান্ত।

ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুম্বাইয়ের সংগ্রহ ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৩ রান।

এই ম্যাচে একাদশ সাজাতে গিয়ে বাইরের রিক্রুট হিসেবে কেবল দুইজন বিদেশিকে একাদশে সুযোগ দিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। দুইজনের মধ্যে আছেন ক্যারিবিয়ান রোভম্যান পাওয়েল এবং কিউই ব্যাটার টিম সেইফার্ট। বাকি নয়জন দেশি ক্রিকেটার রেখেছে দিল্লি। ফলে দলের প্রথম ম্যাচে সুযোগ পাননি মুস্তাফিজ।

এদিকে এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমবারের মতো দলে সুযোগ দিয়েছে তিলক ভার্মা, আন্মোলপ্রিত সিং, টিম ডেভিডের মতো ক্রিকেটারদের।

দিল্লি ক্যাপিটালস : পৃথ্বি শ, টিম সেইফার্ট, মান্দীপ সিং, ঋষভ পান্ত (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ললিত যাদব, আক্সার প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, খলিল আহমেদ, কমলেস নাগরকোটি।

মুম্বাই ইন্ডিয়ান্স : ইশান কিষাণ, রোহিত শর্মা (অধিনায়ক), তিলক ভার্মা, আন্মোলপ্রিত সিং, কিয়েরন পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল সামশ, মুরুগান অশ্বিন, টাইমাল মিলস, জাসপ্রিত বুমরাহ, বাসিল থাম্পি।

১৫ লাখ টাকা নিয়ে রুবেলের পাশে দাঁড়ালো সাকিবের মোনার্ক মার্ট