ম্যাচের আগে মোস্তাফিজের দিল্লি শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলে একের পর এক কোভিড-১৯ আক্রান্তের খবরে বিপাকে পড়েছে দিল্লি ক্যাপিটালস। শুরুতে দলটির ফিজিও থেরাপিস্ট প্যাট্রিক ফারহাত আক্রান্ত হন করোনাভাইরাসে। এরপর আরও চার জন সদস্য আক্রান্ত হয় কোভিডে। এরমধ্যে ছিলেন দলের বিদেশি খেলোয়াড় মিচেল মার্শ।

এবার আরও এক বিদেশি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। আজ বুধবার পুনেতে অনুষ্ঠিত হবার কথা ছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ। তবে দিল্লির একাধিক সদস্য কোভিড আক্রান্ত হওয়ায় বদলে গেছে ভেন্যু। পুনের পরিবর্তে ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে। যাতে করে দর্শক শূন্য মাঠ ও টিম বাস যাত্রার সময় কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

আজ ম্যাচের আগে সকালে দলের সকল সদস্যকে আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়। এই পরীক্ষাতে একজন বিদশি ক্রিকেটারের কোভিড আক্রান্তের খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায়।

উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার মিচেল মার্শ ছাড়াও ফিজিও থেরাপিস্ট প্যাট্রিক ফারহাত, ম্যাসেজ থেরাপিস্ট চেতন কুমার, ডাক্তার অভিজিৎ সালভি এবং সোশ্যাল-মিডিয়া সদস্য আকাশ মানে করোনা পজিটিভ হয়েছেন। ম্যাচ শুরুর ঘণ্টা দুই আগে দলের আরেক সদস্যের কোভিড আক্রান্তের খবরে নিশ্চিত ভাবেই প্রশ্ন জাগে, আদৌ কী ম্যাচটি অনুষ্ঠিত হবে?

ঢাকায় ফিরলেন সাকিব, জানালেন যে সুখবর