জুমবাংলা ডেস্ক : দেশের বিভিন্ন জেলায় সম্প্রতি মাজার, দরবার ও দরগাহ শরীফে হামলার নিন্দা জানিয়ে এবং ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে মামলাকে মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের জন্য কুমিল্লার চান্দিনায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
আহলে সুন্নাত ওয়াল জামাআত উপজেলা কমিটির উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টেশনে শনিবার সকালে ওই কর্মসূচি পালন করেন সংগঠনের নেতারা ও সুন্নী জনতা। মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে এসব ঘটনায় সংশ্লিষ্টদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
সংগঠনের সভাপতি মাওলানা কাজী মফিজুল ইসলাম সুন্নী আল কাদেরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা কাজী ছিদ্দিকুর রহমান নাজিরীর সঞ্চালনায় এতে বক্তৃতা করেন- পির মাওলানা এমএ মবিন আনোয়ারী সুন্নী আল কাদেরী, মো. ফজলুর রহমান বকশী, সংগঠনের সহ-সভাপতি মুফতী বদিউল আলম সুন্নী আল কাদেরী, জয়েন্ট সেক্রেটারি মো. ফজলুল সাত্তার, মো. মনির হোসেন কাদেরী, মো. জাবের হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন মোজাহিদী, মাওলানা সালাহ উদ্দিন সুন্নী আল কাদেরী প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।