সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : বায়েজিদ খান পন্নী প্রতিষ্ঠিত বিপথগামী ও উগ্র সংগঠন হেজবুত তাওহীদের যাবতীয় কার্যক্রম বন্ধ এবং অনতিবিলম্বে নিষিদ্ধ করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে সর্বস্তরের উলামা ও তৌহিদী জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে।
সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশ করে।
মুফতি হাসান মোহাম্মদ শরীফ ও মাওলানা শেখ মাহবুবুর রহমানের সঞ্চালনায় এবং মুফতি আব্দুল হান্নানের সভপিতত্বে সমাবেশে জেলা ইমাম সমিতির সভাপতি জহিরুল ইসলাম খান, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মজিবুর রহমান, মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা মুরাদ হোসাইন, মাওলানা জুবায়ের হোসেন ফয়জী, মুফতি হাবিবুর রহমান, মওলানা আব্দুল মতিন, মুফতি নিজামুদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী ওমর ফারুক ও রমজান মাহমুদ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, হেজবুত তাওহীদ ইসলামের মৌলিক চেতনাকে বিকৃত করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এই উগ্রবাদী সংগঠন সমাজে নানাভাবে বিশৃংখলা সৃষ্টি করার পায়তারা করছে। তাদের কার্যক্রম ও অপতৎপরতা খুবই ভয়ংকর। বিগত দুই বছর ধরে মানিকগঞ্জে তাদের তৎপরতা ও উস্কানিমূলক কর্মকান্ড লক্ষ্য করা যাচ্ছে। তাই অবিলম্বে এই সংগঠনের কার্যক্রম বন্ধ করে দেশের শান্তি এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় পদক্ষেপ নিতে হবে।
এসময় বক্তারা উগ্রবাদী চিন্তাধারা এবং ধর্মের নামে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় তৌহিদী জনতা এর দাঁতভাঙ্গা জবাব দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।