দেশের মঙ্গলের জন্য জাতীয় নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, গণভোট হলো সংস্কারের বিষয়। আমরা যে সংস্কার শুরু করেছি, সেটা জনগণের ভালোর জন্যই। সামনে যে সরকারই আসবে তারা যেন সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যায় এজন্যেই হ্যাঁ ভোটের প্রয়োজন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের আদালত প্রাঙ্গণে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের গাড়ি সুপার ক্যারাভান-এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের লোকজন যথেষ্ট বুদ্ধিমান। তারা দেশের ভালোর জন্য সবকিছু বোঝেন। তাই সংস্কারের জন্য, দেশের মঙ্গলের জন্য আপনাদের হ্যাঁ ভেট দিতে হবে। পাশাপাশি মনে রাখতে সংস্কারটাও যেন একপেশে না হয়।
রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দলের প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


