বিনোদন ডেস্ক : নতুন আলোচনা নিয়ে ব্যস্ততা বেড়েছে টলিউডে। অভিনেতা দেবকে ছেড়ে জিতের হাত ধরলেন অভিনেত্রী রুক্মিণী। কলকাতায় এই মুহুর্তে সবচেয়ে আলোচিত নায়িকা হলেন রুক্মিণী মৈত্র। অনেকেই সমালোচনা করতেন দেবের জন্য রুক্মিণীর হাতে এত সিনেমার অফার। তাদের মুখে ছাঁই ছিটিয়ে জবাব দিয়ে দিলেন তিনি। আর দেবের সাথে নয়। এবার জিতের নায়িকা হচ্ছেন রুক্মিণী।
হিন্দুস্তান টাইমস বাংলার খবর অনুযায়ী, পর পর দেবের সঙ্গে কাজ করার পর এই প্রথমবার জিতের সঙ্গে কাজ করতে চলেছেন রুক্মিণী। সম্প্রতি নতুন সিনেমা বুমেরাং এর শুভ মহরত হয়ে গেল।
মহরতের দিন রুক্মিণী একটি ক্রিম রঙের শাড়ির সঙ্গে হালকা সোনার গয়নায় সেজেছিলেন। অন্যদিকে জিতের পরনে ছিল মাল্টি কালারের একটি শার্ট এবং জিন্স।
এই ছবিতে জিৎ এবং রুক্মিণী ছাড়াও দেখা যাবে সত্যম ভট্টাচার্য, দেবচন্দ্রিমাকে। এটা দেবচন্দ্রিমার প্রথম ছবি হবে। তিনি এই ছবিতে সত্যমের বিপরীতে অভিনয় করবেন। তাকে এর আগে সাহেবের চিঠি, সাঁঝের বাতি, ইত্যাদি ধারাবাহিকে দেখা গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।