জুমবাংলা ডেস্ক : শিগগিরই ঢাকা থেকে বেইজিং সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) চীনে প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশি অংশগ্রহণকারীদের পূণর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ঢাকার চীনা দূতাবাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ চীনের শুধু উন্নয়নে নয় পাশাপাশি কৌশলগত অংশীদার।
বাণিজ্য সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ চীনের বড় বাণিজ্য অংশীদার। বর্তমানে বাংলাদেশে চীনের সাতশ’র বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। চীনের প্রতিষ্ঠান ৩১টি বিদ্যুৎকেন্দ্র ৭টি ব্রিজসহ অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে।
এ বছর তিনশ’র বেশি বাংলাদেশি শিক্ষার্থী চীনে প্রশিক্ষণ নিয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত। এ ধরনের কর্মসূচি সামনের দিনেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।