ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানার সামনে পাঁচটি গাড়ির সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে খান বাড়ি চৌরাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গাতিতে আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এর পরপর গাড়িটি একে একে আরও তিনটি গাড়িতে ধাক্কা দেয়। এতে মোট পাঁচটি গাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, পদ্মা সেতু উত্তর থানার সামনে খান বাড়ি চৌরাস্তায় পাঁচটি গাড়ির সংঘর্ষ হয়। গাড়িগুলোর মধ্যে দুইটি মাইক্রোবাস ও তিনটি যাত্রীবাহী বাস রয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পদ্মাসেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, একটি গাড়ি ব্রেক ফেল হওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে রেখেছি। এ ঘটনায় একজন গুরুতর আহত হলেও বাকিরা সামান্য আঘাত পেয়েছে। বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।