রাজধানী ঢাকায় জাতীয় শহিদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), শাহবাগে ছাত্রদলের সমাবেশ এবং সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টি হানা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ।
রবিবার (৩ আগস্ট) দুপুর ১টায় দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান।
স্ট্যটাসে তিনি লিখেছেন, ঢাকা শহরসহ এর চারপাশের জেলাগুলোর ওপরে বৃষ্টি শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর ১টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে।
তিনি বলেন, ঢাকা শহরের ওপরে বৃষ্টি শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর ১টার পর থেকে ৩ টার মধ্যে। বৃষ্টি প্রথমে পূর্ব ও দক্ষিণ দিকের উপজেলাগুলোর ওপরে শুরুর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুরুতে ঢাকা শহরের পূর্ব দিকের উপজেলাগুলো এবং নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলা এবং পরবর্তীতে মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলার ওপরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, রোববার আবহাওয়া অফিসের এক বার্তায় বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর সক্রিয় ও অন্যত্র তা মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এমন পরিস্থিতিতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
উল্লেখ্য, গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৯ মিনিটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।